শাহরুখ খানের প্রেমিকার (গৌরী খান) সঙ্গে প্রথম ভ্যালেনটাইনস ডে’টা ছিলো ৩৪ বছর আগে। কেমন ছিলো দিনটি! শাহরুখ খানের কাছ থেকে কি উপহার পেয়ে ছিলো গৌরী! ২০২৩ সালের সেই ভালোবাসার দিনেই পুর"/>
Home রঙ্গমঞ্চ ভ্যালেনটাইনস ডের প্রথম উপহারের কথা জানালেন শাহরুখ

ভ্যালেনটাইনস ডের প্রথম উপহারের কথা জানালেন শাহরুখ

বিনোদন ডেস্ক

by Nahid Himel
শাহরুখ খানের প্রেমিকার (গৌরী খান) সঙ্গে প্রথম ভ্যালেনটাইনস ডে’টা ছিলো ৩৪ বছর আগে। কেমন ছিলো দিনটি! শাহরুখ খানের কাছ থেকে কি উপহার পেয়ে ছিলো গৌরী! ২০২৩ সালের সেই ভালোবাসার দিনেই পুরনো স্মৃতি রোমন্থন করলেন কিং খান।

শাহরুখের প্রথম প্রেম গৌরী, সেকথা অনেকবারই বলেছেন শাহরুখ। তবে মঙ্গলবার #AskSRK-তে এসে প্রথম প্রেমিকাকে দেওয়া উপহারের কথা বললেন শাহরুখ।

প্রেমিকা গৌরীকেই বিয়ে করেছিলেন শাহরুখ খান। এখনো তাদের বিবাহিত জীবন ও কাপল গোল অনুপ্রেরণা জোগায় ভক্তদের।

শাহরুখ জানান যে, গৌরীকে প্রথম উপহার হিসাবে দিয়েছিলেন এক জোড়া কানের দুল। তবে হীরা-মুক্তা খচিত নয়, ৩৪ বছর আগে প্লাস্টিকের দুল উপহার দিয়েছিলেন শাহরুখ।

তিন ছেলে মেয়েকে নিয়ে শাহরুখ গৌরীর সংসার এখন জমজমাট। এই বছরই বলিউডে পা রাখছে তাদের পুত্র ও কন্যাও। চার বছর পর পাঠান সিনেমা নিয়ে বলিউডে ফিরেই বাজিমাত করেছেন।

এই বিভাগের আরো খবর

Leave a Comment