জার্মানির বিজিএমইএ ফ্যাশন ইউনিভার্সিটির সাম্মানিক উপদেষ্টা হয়েছেন জার্মানির বাংলাদেশ হাইকমিশনের অনারারি কনস্যুলার ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া।
আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
পরে ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া ও বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি এসএম মান্নান কচির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা বিজিএমইএ ও জার্মান চেম্বার অব কমার্সের ভবিষ্যত কার্যক্রমের বিষয়ে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (বিইউএফটি) এর উপ-উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, টেক্সটাইল বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইঞ্জিনিয়ার আব্দুল বাগুইও, রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান, ক্রিস্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ স্কুলের চেয়ারম্যান মো. সুলতান আহমেদ। এ ছাড়া দেশের বাহিরে থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।