জার্মানির বিজিএমইএ ফ্যাশন ইউনিভার্সিটির সাম্মানিক উপদেষ্টা হয়েছেন জার্মানির বাংলাদেশ হাইকমিশনের অনারারি কনস্যুলার ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া।
Home শিক্ষাঙ্গণ জার্মানির বিজিএমইএ ফ্যাশন ইউনিভার্সিটির উপদেষ্টা হলেন ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া

জার্মানির বিজিএমইএ ফ্যাশন ইউনিভার্সিটির উপদেষ্টা হলেন ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া

নিউজ ডেস্ক

by Nahid Himel

জার্মানির বিজিএমইএ ফ্যাশন ইউনিভার্সিটির সাম্মানিক উপদেষ্টা হয়েছেন জার্মানির বাংলাদেশ হাইকমিশনের অনারারি কনস্যুলার ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া।

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

পরে ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া ও বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি এসএম মান্নান কচির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা বিজিএমইএ ও জার্মান চেম্বার অব কমার্সের ভবিষ্যত কার্যক্রমের বিষয়ে কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (বিইউএফটি) এর উপ-উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, টেক্সটাইল বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইঞ্জিনিয়ার আব্দুল বাগুইও, রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান, ক্রিস্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ স্কুলের চেয়ারম্যান মো. সুলতান আহমেদ। এ ছাড়া দেশের বাহিরে থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।

এই বিভাগের আরো খবর

Leave a Comment