গত বছর ৪ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক সোহেল কাঠুরিয়াকে বিবাহ করেন অভিনেত্রী হানসিকা মোতওয়ানি। গত বছর নভেম্বরে বিয়ের কথা প্রথম সামনে আনেন অভিনেত্রী। পারিবারিক ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সান্নিধ্যে চার হাত এক হয় তাঁদের। হানসিকার প্রথম বি"/>
Home রঙ্গমঞ্চ বান্ধবীর সংসার ভেঙে সোহেলকে বিয়ে করেন হানসিকা, অভিযোগে যা বললেন

বান্ধবীর সংসার ভেঙে সোহেলকে বিয়ে করেন হানসিকা, অভিযোগে যা বললেন

 বিনোদন ডেস্ক

by Nahid Himel

গত বছর ৪ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক সোহেল কাঠুরিয়াকে বিবাহ করেন অভিনেত্রী হানসিকা মোতওয়ানি। গত বছর নভেম্বরে বিয়ের কথা প্রথম সামনে আনেন অভিনেত্রী। পারিবারিক ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সান্নিধ্যে চার হাত এক হয় তাঁদের। হানসিকার প্রথম বিয়ে হলেও সোহেলের এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পরেই অভিনেত্রীকে নিয়ে নানা সমালোচনা শুরু হয়।

যখন সোহেলের সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনের একটি ক্লিপ রিয়ালিটি শোয়ে দেখানো হয়। অনেকের দাবি, সোহেল যেহেতু হানসিকার বান্ধবী রিঙ্কির স্বামী ছিলেন, তাই তিনি বান্ধবীর ঘর ভেঙে সোহেলকে বিয়ে করেন। অর্থাৎ তাঁদের সোহেলের প্রথম সংসার ভাঙার পেছনে দায়ী করেছেন হানসিকাকেই।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে হানসিকা ট্রোলারদের উদ্দেশে বলেন, তাদের কথা বলতে দিন। এটা আমার কোনো ব্যাপার না। এটি বৈধ বাস্তবতা।’

অভিনেত্রী আরো বলেন, ‘তিনি ২৪ বছর বয়সেই বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু কাজের কারণে পারেননি।’ বলেন, ‘তখন আমি করেছিলাম বিয়ে, যখন ঘটার তখনই ঘটবে। বিয়ে করার জন্যও আমার ওপর কোনো চাপ ছিল না। কিন্তু সোহেল নিজেই ধৈর্য হারিয়ে আমাকে বলে, এখন আমাদের বিয়ে করা উচিত। তখনই তিনি বিয়ে করার সিদ্ধান্ত নেন।’

হানসিকার লাভ শাদি ড্রামা প্রতি শুক্রবার ডিজনি+ হটস্টারে প্রচারিত হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Comment