জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি কর্মচারীদের দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। 

<"/>
Home জাতীয় সরকারি কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারি কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

by Nahid Himel

 জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি কর্মচারীদের দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। 

তিনি আরো বলেন, তাদের মূল দায়িত্ব দেশ ও জনগণের যথাযথ সেবা করা। তাই জনগণ যাতে তাদের কাঙ্খিত সেবা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
ফরহাদ হোসেন গত বুধবার রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন দপ্তর ও সংস্থায় কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত  গুরুত্বপূর্ণ। তাই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তাদেরকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ এন এম মঈনুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক আব্দুল জলিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এই বিভাগের আরো খবর

Leave a Comment