হবিগঞ্জ জেলার বাহুবলে যাত্রীবাহী বাস উল্টে ৪ জনের মৃত্যু ও ২০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় জেলার বাহুবল উপজেলার বাগানবাড়ির ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেসের একটি বাস যাত্রী নিয়ে হবিগঞ্জ আসছিল। বাসটি বাহুবলের বাগানবাড়ি এলাকায় আসলে দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলতে থাকা বাসটি হঠাৎ করে সড়কে উল্টে গেলে ঘটনাস্থলেই ৪ জন মারা গেছেন। এতে ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ভূঁইয়া জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে ৪ জন পুরুষ যাত্রী মারা গেছেন। তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। আহতদের বিভিন্ন হাসাপাতালে পাঠানো হয়েছে।