নতুন বই : গতকাল মেলায় নতুন বই এসেছে ২৭৬টি। এর মধ্যে কবিতার বই ৮২টি, উপন্যাস ৪৪টি আর গল্পের বই এসেছে ৩৫টি। অনুপম প্রকাশনী মেলায় এনেছে অভীক রায়ের ‘উপমহাদেশে গণিতের ইতিহাস ইতিহাসের গণিত’, ধ্রুব এষের ‘মনে রাখবো’,
গ্রন্থকুটি এনেছে সেলিনা হোসেনের ‘সাগর’, বিভাস এনেছে ওবায়েদ আকাশের ‘নির্বাচিত ২০০ কবিতা’, নাগরী এনেছে আন্দালিব রাশদীর ‘সাবলেট’, আইডিয়া প্রকাশন এনেছে দীপু মাহমুদের ‘নরকের কালো মেঘ’, বেঙ্গল পাবলিকেশনস এনেছে পাপড়ি রহমানের ‘আমার একলা পথের সাথি’, চন্দ্রাবতী একাডেমি এনেছে মুহম্মদ নূরুল হুদার ‘বাংলাদেশের কবিতা : সন্ধান ও অনুসন্ধান’ প্রভৃতি।
‘লেখক বলছি’ মঞ্চে গতকাল নিজেদের নতুন বই নিয়ে কথা বলেছেন মাসুদুজ্জামান, ভাগ্যধন বড়ুয়া, ম্যারিনা নাসরিন ও ইউসুফ মুহম্মদ।