জউকের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ "/>
Home জাতীয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাজউকের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাজউকের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের শ্রদ্ধা

নিউজ ডেস্ক

by Nahid Himel

জউকের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ ও ডিটেইল এরিয়া প্লান্ট ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম, মোজাফফর আহমদ প্রমুখ।

এসময় রাজউক কর্মকর্তারা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিকল্পিত নগরী গড়তে নিষ্ঠার সঙ্গে কাজ করার দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

প্রসঙ্গত গত ৯ই ফেব্রুয়ারি দীর্ঘ প্রায় ৮ বছর পর রাজউকের বর্তমান চেয়ারম্যান (সচিব) মো. আনিছুর রহমান মিঞা, পিএএ এর আন্তরিকতা ও দিক নির্দেশনায় নগর পরিকল্পনাবিদ, পরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নগর স্থপতি, উপ-পরিচালক, উপ-নগর পরিকল্পনাবিদ, উপ-স্থপতি, অথরাইজড অফিসার, নির্বাহী প্রকৌশলী আইন কর্মকর্তা হিসেবে ৭২ জন কর্মকর্তার পদোন্নতি দেয়া হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Comment