প্রশাসন ক্যাডারের দুই অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার। পদোন্নতির পর তাদের একজনকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এবং অপরজনকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের নতুন চেয়ারম্যান (সচিব) হয়েছেন মো. ফয়জুল ইসলাম। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন তিনি। তাকে সচিব পদে পদোন্নতির পর নতুন দপ্তর দেয়া হয়।
অপরদিকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক হয়েছেন সুকেশ কুমার সরকার। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।
আগামী ২২ ফেব্রুয়ারি ফয়জুল ইসলাম ও ২৮ ফেব্রুয়ারি থেকে সুকেশ কুমার সরকারের নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।