ফ্রান্স তার বিদ্যুতের প্রায় ৭০ শতাংশ পরমাণু শক্তি দিয়ে উৎপাদন করে। তাই কার্বন নির্গমন কমাতে পরমাণু শক্তির অবদানকে গুরুত্ব দেয়, এমন ইইউ নীতি চায় তারা। এ ক্ষেত্রে ফ্রান্সের সঙ্গে আছে হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্র। অন্য পক্ষে আছে জার্মানি ও স্পেন। তারা নবায়নযোগ্য জ্বালানি দিয়ে তৈরি হাইড্রোজেনের মাধ্যমে কার্বন নির্গমন কমাতে চায়।
তবে ইইউর পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বরেল আশা করছেন, কয়েক দিনের মধ্যে সদস্য রাষ্ট্রগুলো একমতে পৌঁছতে পারবে।