অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকার নবাবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদনকালে সালমা ইসলাম এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি বাঙালিকে শিখিয়েছে আত্মত্যাগের মন্ত্র, বাঙালিকে করেছে মহীয়ান। ভাষা আন্দোলনের পথ ধরেই এসেছে স্বাধীনতার চেতনা। আমরা পেয়েছি বাংলাদেশ। তাই দলমতের ঊর্ধ্বে থেকে সবাইকে দেশের উন্নয়নে কাজ করে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তর করতে হবে।
এদিন সকালে অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির নেতৃত্বে উপজেলার বাগমারা কোর্ট বিল্ডিং থেকে একটি শোক র্যালি বের হয়। এরপর উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহিদ মিনারে ভাষা শহিদদের স্মৃতিতে শ্রদ্ধা জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির নেতা আলী খান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা জাতীয় পার্টির নেতা এমএ মজিদ, আসাদুজ্জামান চৌধুরী রানা, বোরহান হোসেন, কফিল উদ্দিন, মান্নান মাস্টার, আনোয়ার হোসেন মোড়ল, সাহিদুল হক খান ডাবলু, আইনুল হোসেন চৌধুরী, সেলিম হোসেন, ইয়াসিন রবিন, আক্তার হোসেন মেম্বার, মতিন মেম্বার, সোলায়মান মেম্বার, আতাহার আলী, ওয়াসিম আহমেদ, অমল দাস, আবুল হোসেন, রেশমী হোসেন, তানজিনা আহমেদ, তাজুল ইসলাম, শুভ্র তালকদারসহ যুব সংহতি, কৃষক পার্টি, মহিলা পার্টি এবং অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অপরদিকে একুশের প্রথম প্রহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মতিউর রহমানের নেতৃত্বে ভাষা শহিদের শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলুর নেতৃত্বে উপজেলা পরিষদ ও ওসি সিরাজুল ইসলাম শেখের নেতৃত্বে নবাবগঞ্জ থানা পুলিশ।
এদিন সকাল থেকেই নবাবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে হাজার হাজার মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে ওঠে শহিদ মিনার।
এ সময় ভাষা শহিদদের আরও শ্রদ্ধা জানান উপজেলার বীর মুক্তিযোদ্ধারা, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপি, উপজেলা কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, দোহার নবাবগঞ্জ কলেজের ছাত্র শিক্ষকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন, ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, বীর মুক্তিযোদ্ধা শাহ আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুর রহমান সিকদার প্রমুখ।