নাম রাজা মিয়া। বয়স ৬৫ ছুঁয়েছে। তার একসময় ‘রাজত্ব’ ছিল। সংসাররাজ্যে দুই ‘সেনাপতি’ ছিলেন ছেলে জসিম ও রুবেল। বড় হয়ে তারাই সংসার থেকে বের করে দিয়েছেন রাজা মিয়াকে।
প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছেলেরা খোঁজ না নেওয়ায়, ভরণ-পোষণ না দেওয়ায় বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন রাজা মিয়া। ১৭ ফেব্রুয়ারি রাতে লালমোহন থানায় মামলা করেন তিনি।
রাজা মিয়া ভোলার লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অভিযুক্ত দুই ছেলে জসিম ও রুবেল বর্তমানে বান্দরবানের বাসিন্দা। এদের মধ্যে জসিম সেখানে কাঠের ব্যবসা করেন এবং রুবেল সিএনজি ব্যবসা। আর্থিকভাবে দুজনই প্রতিষ্ঠিত বলে জানিয়েছেন রাজা মিয়া। স্ত্রীও থাকেন ছেলেদের সঙ্গে। একমাত্র মেয়েরও বিয়ে হয়েছে বান্দরবানে।
জানা যায়, রাজা মিয়ার সকল সম্পদ লিখে নিয়েছিলেন ছেলেরা। এরপর সেই বাড়ি-জমি বিক্রি করে পরিবার নিয়ে এলাকা ছেড়েছেন জসিম ও রুবেল। বর্তমানে রাজা মিয়া সরকারি একটি বাঁধে ঝুপড়ি ঘরে থাকেন। সেখানেই নিজের সঙ্গে লড়ছেন তিনি। কেউ খাবার দিলে খেতে পারেন, না দিলে উপোস থাকেন।
মামলার বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান।
তিনি বলেন, শুক্রবার রাজা মিয়া নামের এক বৃদ্ধ বাবা এসে দুই ছেলের বিরুদ্ধে পিতা-মাতার ভরণ-পোষণ আইনে থানায় মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে। পিতার-মাতার ভরণ-পোষণ আইন হওয়ার পর থেকে লালমোহন থানায় আরো ৪-৫টি মামলা হয়েছে বলেও জানান তিনি।