সত্যিই কি ছোটবেলাতে হরমোন ইঞ্জেকশন দিতেন মা, কটাক্ষের কড়া জবাব দিলেন হনসিকা

এই বিষয়ে জবাব দিতে গিয়ে ব্যঙ্গ করেই অভিনেত্রীর মা বলেন, এমন কোনও রহস্য জানা থাকলে তিনি টাটা-বিড়লাদের মতো বড়লোক হয়ে যেতেন। হনসিকার মা আরও বলেন, এটা যারা বলেছেন তারা হয়তো জানেন না পাঞ্জাবিদের ১২-১৬ বছরের মধ্যে গ্রোথ অনেক বেশি হয়, যেমনটা হনসিকারও হয়েছিল। ছোটবেলা থেকেই ভীষণ জনপ্রিয় শিশুশিল্পী হিসেবে পরিচিত হনসিকা। প্রথমে সাকা লাকা বুম বুম, দেশ মে নিকলা হোগা চাঁদ ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন। তারপরই শিশুশিল্পী হিসেবে কোয়ি মিল গ্যায়া, হাম কৌন হ্যায়, আবরা কা ডাবরা ছবিতে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছিলেন হনসিকা। তবে বলিউডে নয় বরং তেলেগু সিনেমা দেশামুদুরু-র মাধ্যমেই নায়িকা হিসেব সফর শুরু করে হনসিকা। এবং এই সিনেমার দন্য দক্ষিণের সেরা নবাগতা নায়িকা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারও পান হনসিকা। তারপর বলিউডের স্বনামধন্য গায়ক হিমেশ রেশমিয়ার সঙ্গে আপকা সুরুর ছবিতে অভিনয় করেন হনসিকা। তবে বক্স অফিসে ছবি ব্যবসা করতে পারেনি। তারপর আর বলিউডে নয় বরং বলিউড থেকে সরে এসে দক্ষিণী সিনেমাতেই মন দিয়ে কাজ শুরু করেন হনসিকা। এবং তামিল, তেলেগু, মালায়ালম, কন্নড় ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন হনসিকা। আপাতত বিয়ে করে চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী।