Home রঙ্গমঞ্চ আজ গাঙচিলের ৫০টি বইয়ের মোড়ক উন্মোচন

আজ গাঙচিলের ৫০টি বইয়ের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক

by Nahid Himel

নবীন কবি-লেখকদের হাত পাকানোর প্রতিষ্ঠান গাঙচিল প্রকাশন।গাঙচিল প্রকাশন-এর প্রকাশিত ৫০টি গ্রন্থের আজ দুপুরে মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

বাংলা একাডেমি আয়োজিত সোহরাওয়ার্দী উদ্যানের বই মেলায় মোড়ক উন্মেচন মঞ্চে এ উন্মোচন উৎসবে প্রধান অতিথি থাকবেন প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন।উদ্বোধক হিসেবে থাকছেন সচিব আলকামা সিদ্দিকী।বিশেষ অতিথি থাকছেন আনন্দ-আলো সম্পাদক রেজানুর রহমান। সভাপতিত্ব করবেন অতিরিক্ত সচিব মিজানুর রহমান।

উল্লেখ, গাঙচিল ২০২৩ সালে ১২৮টি বই প্রকাশ করেছে।৩৯৭ নম্বর স্টলে বইগুলো পাওয়া যাবে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment