নিশীথ বলেছেন, ‘বাংলা এখন দুষ্কৃতীদের রাজত্ব হয়ে গেছে। যেভাবে দুষ্কৃতীরা হামলা করছে, তা কখনো স্বাভাবিক রাজনীতির পরিবেশ হতে পারে না।’ গাড়ি বহরে হামলার প্রসঙ্গে নিশীথ বলেন, ‘বাংলার মানুষ দেখুন, কী চলছে।’
গত ১১ ফেব্রুয়ারি কোচবিহারে সভা করতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক রাজবংশী যুবকের বিএসএফের গুলিতে মৃত্যুর ঘটনায় অভিষেক আঙুল তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার ডেপুটি তথা ওই এলাকার সংসদ সদস্য নিশীথের দিকে। ঘটনাক্রমে তৃণমূল একটি কর্মসূচি নেয়। সেটি হলো রাজবংশী যুবকের মৃত্যুর প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করা। এর মধ্যে একটি হুইপ জারি করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। তিনি জানান, নিশীথ যদি সিতাই এবং দিনহাটার কোনো ব্লকে সভা করতে আসেন তাকে কালো পতাকা দেখানো হবে। একই সঙ্গে ওই এলাকাগুলোতে বিজেপি সভা বা কর্মসূচি করলে তৃণমূল বুথ সভাপতিকে অপসারণ করা হবে।