ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িবহরে শনিবার "/>
Home বিশ্বমঞ্চ ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িবহরে হামলা

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িবহরে হামলা

নিউজ ডেস্ক

by Nahid Himel
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িবহরে শনিবার হামলার ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের কোচবিহারে যাওয়ার সময় বোমা, গুলি এবং পাথর ছুড়ে হামলা করা হয়। প্রামাণিক অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস সমর্থকরা এই হামলার নেতৃত্ব দিয়েছে। এ ঘটনায় কোচবিহারের দিনহাটার বুড়িরহাট এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
অভিযোগ, আজ শনিবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দিনহাটার বিভিন্ন জায়গা পরিদর্শন, ‘ক্ষতিগ্রস্ত’ বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ এবং জনসংযোগ করতে এলাকায় যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কিন্তু দিনহাটার বুড়িরহাট এলাকায় তার গাড়িবহর পৌঁছলে তৃণমূল কর্মীরা তাকে কালো পতাকা দেখান। সে সময় উপস্থিত থাকা বিজেপির কর্মী ও সমর্থক এবং তৃণমূল কর্মীদের মধ্যে তর্ক এবং হাতাহাতি শুরু হয়। এরপরই কেন্দ্রীয় প্রতিন্ত্রীর গাড়িবহরের ওপর ঢিল ছোড়া হয়। এ সময় প্রতিমন্ত্রীর গাড়ির কাচ ভেঙে যায় এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ছুড়তে হয়। এরপর নিরাপত্তারক্ষীরা নিশীথকে সেখান থেকে বের করে নিয়ে যান। হামলার সময় তিনি বিজেপির স্থানীয় কার্যালয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।

নিশীথ বলেছেন, ‘বাংলা এখন দুষ্কৃতীদের রাজত্ব হয়ে গেছে। যেভাবে দুষ্কৃতীরা হামলা করছে, তা কখনো স্বাভাবিক রাজনীতির পরিবেশ হতে পারে না।’ গাড়ি বহরে হামলার প্রসঙ্গে নিশীথ বলেন, ‘বাংলার মানুষ দেখুন, কী চলছে।’

গত ১১ ফেব্রুয়ারি কোচবিহারে সভা করতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক রাজবংশী যুবকের বিএসএফের গুলিতে মৃত্যুর ঘটনায় অভিষেক আঙুল তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার ডেপুটি তথা ওই এলাকার সংসদ সদস্য নিশীথের দিকে। ঘটনাক্রমে তৃণমূল একটি কর্মসূচি নেয়। সেটি হলো রাজবংশী যুবকের মৃত্যুর প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করা। এর মধ্যে একটি হুইপ জারি করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। তিনি জানান, নিশীথ যদি সিতাই এবং দিনহাটার কোনো ব্লকে সভা করতে আসেন তাকে কালো পতাকা দেখানো হবে। একই সঙ্গে ওই এলাকাগুলোতে বিজেপি সভা বা কর্মসূচি করলে তৃণমূল বুথ সভাপতিকে অপসারণ করা হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment