গতকাল দুপুরে গাঙচিল প্রকাশন-এর প্রকাশিত ৫১ টি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
বাংলা একাডেমি আয়োজিত সোহরাওয়ার্দী উদ্যানের বই মেলায় মোড়ক উন্মেচন মঞ্চে এ উন্মোচন উৎসবে প্রধান অতিথি হিসেবে বাংলা একাডেমির সভাপতি প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন উপস্থিত ছিলেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সচিব আলকামা সিদ্দিকী।প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন ড ইদ্রিস আলী,গাঙচিল কেন্দ্রীয় মহাসচিব এটিএম ফারুক,গাঙচিল ঢাকা বিভাগের সমন্বয়ক মেজর পলক রহমান,কেন্দ্রীয় কোচেয়ারম্যন তন্ময় হারিস,কেন্দ্রীয় কো-চেয়ারম্যান মনজু খন্দকার,
কেন্দ্রীয় কো-চেয়ারম্যান থিওফিল,ঢাকা জেলা সভাপতি তাহেরুজ্জামান সেলিম ্রমূখ।