
এবার বান্টির বাড়ি থেকে বের হতে দেখা গেল রিয়াকে। সেটিও মাঝরাতের দিকে! বের হয়ে একই গাড়িতে উঠলেন তারা। গোটা ঘটনা ক্যামেরাবন্দি হয় আলোকচিত্রীদের ক্যামেরায়। মুহূর্তেই অনলাইনে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের একাংশ কটাক্ষ করতে ছাড়েনি রিয়াকে। কারো মতে, ‘নতুন বলির পাঁঠা পেয়েছেন রিয়া।’ কেউ বলেছে, ‘এই মেয়ে একেবারে নির্লজ্জ।’

বলিউডে বেশ প্রভাব রয়েছে সোহেল খানের প্রাক্তন শ্যালক বান্টির। বিনোদন এবং ক্রীড়া ব্যবস্থাপনার কাজ করেন তিনি। এর আগে সোনাক্ষী সিনহার সঙ্গে নাম জড়িয়েছিল বান্টির। এখন সেই বান্টিতেই মজেছেন রিয়া। সুশান্তর মৃত্যুর পর সবার রাগ যখন গিয়ে পড়েছিল রিয়ার ওপর, বান্টিই নাকি সাহায্যের হাত বাড়িয়ে দেন অভিনেত্রীকে। সেই বন্ধুত্বই কি তবে অনেক দূর গড়াল? সেই উত্তরটা হয়তো সময়ই বলবে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা