আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তা নিয়ে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদাত হোসেন কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাময়িক বহিষ্কৃত পাঁচ শিক্ষার্থী হলেন, পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, ছাত্রলীগ কর্মী ২০২০-২১ শিক্ষাবর্ষের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান, একই শিক্ষাবর্ষের আইন বিভাগের ইসরাত জাহান মীম এবং চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রীকে নির্যাতনের ঘটনায় প্রভোস্টকে প্রত্যাহার ও জড়িত পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেয় হাইকোর্ট। নির্দেশনা পেয়ে সেদিনই প্রভোস্টকে প্রত্যাহার করা হলেও অভিযুক্ত ছাত্রীদের নিয়ে কোন সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয়। বিষয়টি নিয়ে আজ শনিবার দুপুরে শৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত হয়।