এক বছর মেয়াদী গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফলে ২২ পদের মধ্যে সভাপতি মো. আহছান উদ্দিন (প্রধান) ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান সরকারসহ ২১ পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত আ্হছান-মিজান’র সাদা প্যানেল বিজয় লাভ করেছে।
অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত সহিদুজ্জামান-সিরাজুল ইসলাম’র নীল প্যানেল থেকে শুধুমাত্র সহসভাপতি পদ প্রার্থী হাসিনা আক্তার জাহান বীথি নির্বাচিত হয়েছেন।
গত বৃহস্পতিবার (২ মার্চ) এ নির্বাচন অনুষ্ঠিত হলেও ফলাফল ঘোষণা করা হয়েছে শুক্রবার (৩ মার্চ) ।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. নাসির উদ্দিন ফারুক শিপন জানান, এ নির্বাচনে মোট ১ হাজার ৮৮৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৮১৩ ভোটার ভোট দিয়েছেন।
তিনি বলেন, নির্বাচনে সভাপতি পদে মো. আহছান উদ্দিন পেয়েছেন ১ হাজার ২৩ ভোট এবং তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থী সহিদুজ্জামান পেয়েছেন ৭০২ ভোট। সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের মো. মিজানুর রহমান সরকার পেয়েছেন ৯৯৮ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম পেয়েছেন ৬৯৭ ভোট। সহ-সভাপতি পদে নীল দলের হাসিনা আক্তার জাহান বীথি পেয়েছেন ৯০৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম কিবরিয়া পেয়েছেন ৮৬৮ ভোট। অন্যান্য সকল পদেই সাদা প্যানেলের প্রার্থীরা বিজয় লাভ করেছেন।
বিএনপির নীল দলের প্রার্থীরা এ নির্বাচনকে কারচুপির ও প্রহসনের নির্বাচন দাবি করেছেন। তারা শুক্রবার বিকেলে জেলা আইনজীবী সমিতির লাইব্রেরির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ নির্বাচনের ফলাফলকে বয়কট করেন এবং সুষ্ঠ নির্বাচন দাবি করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার মো. নাসির উদ্দিন ফারুক শিপন জানান, নির্বাচনে টানটান উত্তেজনা থাকলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনে কোন প্রকার কারচুপি হয়নি।