Home রাজনীতি আ.লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি

আ.লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি

নিউজ ডেস্ক

by Nahid Himel
whatsapp sharing buttonবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকার নির্বাচন করে ক্ষমতায় আসেনি, জোর করে এসেছে। ২০১৪ সালের নির্বাচনে তারা ১৫৪ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে সংসদ গঠন করেছে। পরবর্তীকালে ২০১৮ সালে আগের রাতে ভোট ডাকাতি করে সরকার গঠন করেছে।’

শনিবার বিকালে রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের আউয়াল এভিনিউ সড়কে পদযাত্রাপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তরের উত্তরা-পূর্ব থানার উদ্যোগে এ পদযাত্রা হয়। এ সময় বিএনপি মহাসচিব আবারো নতুন কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ‘আগামী ১১ মার্চ সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।’

বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না বলেও জানিয়ে দেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এই সরকারের অধীনে যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না। সেই নির্বাচনে বিএনপি যাবে না। সবার আগে এই সরকারকে পদত্যাগ করতে হবে।  পার্লামেন্টকে বিলুপ্ত করতে হবে।  নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। পরে একটি নতুন নির্বাচন কমিশন গঠন করে সেই কমিশনের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

101Shares

এই বিভাগের আরো খবর

Leave a Comment