Home রঙ্গমঞ্চ চলে গেলেন হলিউড অভিনেত্রী রাকুয়েল ওয়েলস

চলে গেলেন হলিউড অভিনেত্রী রাকুয়েল ওয়েলস

নিউজ ডেস্ক

by Nahid Himel
whatsapp sharing buttonওয়েলসের ম্যানেজার স্টিভ সউয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

এক বিবৃতিতে তিনি জানান, গত কয়েক দিন ধরে এই অভিনেত্রী অসুস্থ ছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাকুয়েল ১৯৪০ সালে তেজাদায় জন্মগ্রহণ করেন এবং ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠেন। সেখানে তিনি কিশোরী সুন্দরী প্রতিযোগিতা জিতেছিলেন।

twitter sharing button
ওয়েলস

হলিউড তারকা রাকুয়েল ওয়েলস মারা গেছেন। ৮২ বছর বয়সি এই মার্কিন অভিনেত্রী ও মডেল বুধবার মারা যান।

 

ওয়েলস ১৯৬০-এর দশকে আন্তর্জাতিকভাবে আবেদনময়ী নারীর প্রতীকে পরিণত হন। ১৯৬৬ সালের ওয়ান মিলিয়ন ইয়ারস বিসি চলচ্চিত্রে বিকিনি-পরা গুহা নারীর চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় আসেন।

১৯৭৪ সালে ‘থ্রি মাস্কেটিয়ার্স’-এ অনবদ্য অভিনয়ের জন্য ওয়েলস গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেন। ‘রাইট টু ডাই’-এ অভিনয়ের জন্য ১৯৮৭ সালে ফের তিনি মনোনয়ন পান।

হলিউডের আধুনিককালের নায়িকানির্ভর অ্যাকশনধর্মী চলচ্চিত্রের জন্য এই আমেরিকান অভিনেত্রীকে কৃতিত্ব দেওয়া হয়।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ৭০টির বেশি চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেন ওয়েলস। মূলত কল্পবিজ্ঞান নির্ভর ‘ফ্যান্টাস্টিক ভয়েজ’ চলচ্চিত্র মুক্তি পাওয়ার পর তার ক্যারিয়ারে পালে হাওয়া লাগে।

 

57Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
যুগান্তর ইউটি

এই বিভাগের আরো খবর

Leave a Comment