Home রঙ্গমঞ্চ নিউমোনিয়ার ধকল কাটিয়ে লন্ডনে ব্যস্ত ববি

নিউমোনিয়ার ধকল কাটিয়ে লন্ডনে ব্যস্ত ববি

নিউজ ডেস্ক

by Nahid Himel

এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ইয়ামিন হক ববি বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। সেখানে দুটি সিনেমার শুটিং করতে গিয়েছেন গত মাসের শেষের দিকে। এরই মধ্যে একটি সিনেমার শুটিং শুরু করেছেন। সিনেমার নাম ‘বেঈমান’।

‘বেঈমান’ সিনেমার গল্পে দেখা যাবে-মুক্তিযুদ্ধের সময় নেহার নানিকে ধর্ষণ করে হত্যা করে এক রাজাকার। সেই রাজাকার লন্ডন পালিয়ে যায়। সেই রাজাকারকে খুঁজতে লন্ডনে যায় নেহা। সিনেমায় নেহা চরিত্রে অভিনয় করছেন ববি।

নিউমোনিয়ার ধকল কাটিয়ে লন্ডনে ব্যস্ত ববি

 

অন্যদিকে ‘নাইট ইন লন্ডন’ সিনেমায় একজন যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে ববিকে। এ প্রসঙ্গে ব লন্ডন থেকে মোবাইল ফোনে এ অভিনেত্রী বলেন, ‘আমার খুবই পছন্দের দুটি চরিত্রে অভিনয় করছি। শুরুতে এ দুটি সিনেমার প্রস্তাব পেয়ে রাজি হই। এখন কাজ করছি। আসলে এ ধরনের চরিত্রে কাজ করছি ভেবে ভালো লাগছে। আমার বিশ্বাস মুক্তির পর এ সিনেমা দুটি দর্শক পছন্দ করবেন’।

এদিকে গত সপ্তাহে বাংলাদেশে অবস্থানকালীন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন এ চিত্রনায়িকা। সেজন্য লন্ডনে শুটিং চালিয়ে নিতে বেশ কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন। তিনি জানান, ‘অসুস্থ হলেও লন্ডনের বিচিত্র লোকেশন দেখে মন ভরে যাচ্ছে আমার।’

এদিকে দেশে ফিরেও কয়েকটি নতুন কাজ শুরু করবেন এ চিত্রনায়িকা। পাশাপাশি মুক্তি প্রতীক্ষিত থাকা সিনেমাগুলোর প্রচারণা ও অসমাপ্ত সিনেমার শুটিং করবেন বলে জানিয়েছেন তিনি।

এই বিভাগের আরো খবর

Leave a Comment