রংপুরের পীরগাছা উপজেলায় ইচ্ছের বি"/>
Home ৬৪ জেলা নিজের বিয়ে ঠেকাতে বাবার গলায় ছুরিকাঘাত মেয়ের! 

নিজের বিয়ে ঠেকাতে বাবার গলায় ছুরিকাঘাত মেয়ের! 

রংপুরের পীরগাছা থেকে সংবাদদাতা

by Nahid Himel

রংপুরের পীরগাছা উপজেলায় ইচ্ছের বিরুদ্ধে বিয়ের আয়োজন করায় আসরেই বাবার গলায় ছুরিকাঘাত করলেন মেয়ে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তালুকইসাদ দাঁরারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কনে ও তার দুই ভাই-বোন এবং মামাকে আটক করেছে ।

তবে একটি সূত্রে জানা গেছে, মেয়েটির অন্য ছেলের সঙ্গে প্রেমের সর্ম্পক ছিল। বিষয়টি পরিবার মেনে না নিয়ে তাকে জোর করে অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করে। এতেই ক্ষিপ্ত হয়ে বাবাকে ছুরিকাঘাত করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান। তিনি বলেন, ‘মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জিজ্ঞাসাবাদের জন্য কনে, তার দুই ভাই-বোন ও এক মামাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment