বিয়েবাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্"/>
Home ৬৪ জেলা বিয়েবাড়িতে মাংস কম দেওয়ায় তুলকালাম, বরের বাবা নিহত

বিয়েবাড়িতে মাংস কম দেওয়ায় তুলকালাম, বরের বাবা নিহত

নীলফামারী থেকে মাইনুল আরফিন বসুনিয়া

by Nahid Himel

বিয়েবাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরের বাবা নুর মোহাম্মদ (৫০) নিহত হয়েছেন।

নিহত নুর মোহাম্মদ রংপুর সদরের হাজীরহাট উত্তম বাওয়াইপাড়ার বাসিন্দা। এ ঘটনায় কনের বাবা আনারুল ইসলাম ও স্থানীয় একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, গতরাত ১২টার দিকে আনারুল ইসলামের মেয়ে জান্নাতুল আক্তারের সঙ্গে নুর মোহাম্মদের ছেলে জোনাব আলীর বিয়ে হয়। এরপর কনে নিয়ে চলে যান বর জোনাব আলী। বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ থেকে ২৫০ জনেরও বেশি অতিথি আসে। তবে আসার কথা ছিল ১০০ জন অতিথি। এতে খাবারে কিছুটা কম হয়।

হাসান বিন হাসিব নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, বিয়ের পর কনে নিয়ে আগেই চলে যান বর জোনাব আলী। তার বাবা পরের গাড়িতে যাওয়ার সময় কনের বাবাকে মাংস কম দেওয়া হয়েছে ও আপ্যায়ন কম হয়েছে বলে অভিযোগ করেন। এ নিয়ে কনের পক্ষের সঙ্গে বরপক্ষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বরের বাবাকে মারধর করে কনেপক্ষের লোকেরা। পরে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে রাত ১টার দিকে তিনি মারা যান। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

জলঢাকা থানার ওসি ফিরোজ কবীর বলেন, এ ঘটনায় কনের বাবাসহ দুজনকে আটক করা হয়েছে।

 

Advertisement

এই বিভাগের আরো খবর

Leave a Comment