বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্য জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে যোগ দিতে মালি গেছেন।গত শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে তাঁরা পশ্চি"/>
বুধবার, এপ্রিল ১৬ ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্য জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে যোগ দিতে মালি গেছেন।গত শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে তাঁরা পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকো ও তিম্বুক্ত রিজিয়নের গুন্দামের উদ্দেশে রওনা দেন। বিমানবন্দরে পুলিশ সদর দপ্তরের ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশনস উইংয়ের কর্মকর্তারা তাঁদের বিদায় জানান।
মিশনগামী সদস্যদের মধ্যে ডেপুটি কমান্ডার মু. জালাল উদ্দিন ফাহিমের নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট (বিএএনএফপিইউ)-১-এর নবম রোটেশনের ৭০ জন ও ডেপুটি কমান্ডার মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে (বিএএনএফপিইউ)-২-এর পঞ্চম রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন। গত ১৭ ফেব্রুয়ারি কন্টিনজেন্ট দুটির অগ্রগামী দলের ১৪০ সদস্য মিশন এলাকায় গেছেন।
(বিএএনএফপিইউ)-১-এর পুলিশ সদস্যরা ২০১৩ সাল থেকে জাতিসংঘ শান্তি রক্ষা মিশন মালির বামাকোতে পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করছেন।