বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য সদস্য রাশেদ খান মেনন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টি নিজস্ব দলীয় প্রতীক হাতুড়ি নিয়েই লড়বে। হাতুড়ি শ্রমজীবী মানুষের প্রতীক, ম"/>
Home রাজনীতি সংসদ নির্বাচনে হাতুড়ি নিয়ে লড়বে ওয়ার্কার্স পার্টি

সংসদ নির্বাচনে হাতুড়ি নিয়ে লড়বে ওয়ার্কার্স পার্টি

নিউজ ডেস্ক

by Nahid Himel

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য সদস্য রাশেদ খান মেনন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টি নিজস্ব দলীয় প্রতীক হাতুড়ি নিয়েই লড়বে। হাতুড়ি শ্রমজীবী মানুষের প্রতীক, মেহনতি মানুষের প্রতীক ও সাধারণ মানুষের প্রতীক। ওয়ার্কার্স পার্টির প্রার্থীরা এ নিজস্ব প্রতীক নিয়েই আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।

গতকল  শনিবার (৪ মার্চ) দুপুরে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত জনসভায় এসব কথা বলেন রাশেদ খান মেনন। সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টি এ জনসভার আয়োজন করে।

রাশেদ খান মেনন আরো বলেন, দফায় দফায় তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। যার প্রভাব পড়ছে কৃষিসহ সব দ্রব্যমূল্যের ওপর। কৃষি উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে। কৃষকের উৎপাদন ব্যয় বাড়লেও তাঁরা ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না। কৃষিতে বাজার সিন্ডিকেটের কারণে রাতারাতি ইচ্ছেমতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। দ্রব্যমূল্য ও বাজারব্যবস্থায় নেই সরকারের কোনো নিয়ন্ত্রণ।

তিনি বলেন, ওয়ার্কার্স পার্টি দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা, ষাটোর্ধ্ব সব নাগরিককে পেনশন স্কিম, খেতমজুরদের রেজিস্ট্রেশন এবং সারা বছর কাজের দাবিতে আন্দোলন, সংগ্রাম করে আসছে। সরকার ওএমএস, ১০ কেজি ও ৩০ কেজি চালের কার্ড চালু করলেও সেখানে চলছে দলীয়করণ ও দুর্নীতি।

এই বিভাগের আরো খবর

Leave a Comment