নিউজ ডেস্ক ৷৷ রাজধানীর সায়েন্সল্যাব এলাকার মিরপুর রোডে বিস্ফোরণ হওয়া তিনতলা একটি বাণিজ্যিক ভবনের একাংশ ধসে পড়েছে। এতে ভবনের দেয়াল ভেঙে এখন পর্যন্ত ত"/>
Home জাতীয় সায়েন্সল্যাবে বিস্ফোরণ : নিহত ৩, হাসপাতালে ১৩

সায়েন্সল্যাবে বিস্ফোরণ : নিহত ৩, হাসপাতালে ১৩

ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট ; নাশকতা নয়, দুর্ঘটনা : ডিএমপি কমিশনার ; উৎসুক জনতার ভিড়, তীব্র যানজট

by Nahid Himel

 নিউজ ডেস্ক ৷৷ রাজধানীর সায়েন্সল্যাব এলাকার মিরপুর রোডে বিস্ফোরণ হওয়া তিনতলা একটি বাণিজ্যিক ভবনের একাংশ ধসে পড়েছে। এতে ভবনের দেয়াল ভেঙে এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পাওয়া গেছে। আর এতে ১৩ জন আহতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে কয়েজনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ভবনটিতে বিস্ফোরণ হয়। বর্তমানে ধসে পড়া ভবনে উদ্ধার কাজ পরিচালনা করছে ফায়ার সার্ভিস।

প্রাথমিকভাবে ঠিক কী কারণে ভবনে বিস্ফোরণ হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে ভবনের বাসিন্দা ও পথচারীদের কেউ বলেছেন, পাশে থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে পাশের ভবনটি ক্ষতিগ্রস্ত হয়।

এই বিস্ফোরণের কারণে ওই ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। নিউমার্কেট থানার ইন্সপেক্টর মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, রাজধানীর সায়েন্সল্যাবে একটি ভবনে বিস্ফোরণ হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি।

 ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট

সায়েন্সল্যাবে বিস্ফোরণ : ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট

রাজধানীর সায়েন্সল্যাব এলাকার মিরপুর রোডে বিস্ফোরণ হওয়া তিনতলা একটি বাণিজ্যিক ভবনের একাংশ ধসে পড়েছে। এতে এখন পর্যন্ত ৩ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। এ অবস্থায় ১২টার দিকে ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট গেছে।

রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সায়েন্সল্যাব শিরিন ম্যানশন নামে একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণ হয়। এতে তিনতলায় থাকা ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির অফিসটি লণ্ডভণ্ড হয়ে যায়। বর্তমানে ধসে পড়া ভবনে উদ্ধার কাজ পরিচালনা করছে ফায়ার সার্ভিস।

এর আগে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ বলেছিলেন, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে বোম্ব জিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আসছেন। কিছুক্ষণের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছবে। তারা আসার পর প্রকৃত কারণ জানা যাবে। কোনো আলামত যেন নষ্ট না হয় সেজন্য পুরো এলাকা সিকিউর করে রাখা হয়েছে।

তবে ঠিক কী কারণে ভবনে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। বিস্ফোরণে লাগা আগুন সোয়া ১১টার দিকে নিয়ন্ত্রণে আসে।

 নাশকতা নয়, দুর্ঘটনা : ডিএমপি কমিশনার

সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনা নাশকতা নয়, দুর্ঘটনা : ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজধানীর সায়েন্সল্যাব এলাকার ভবনে বিস্ফোরণের ঘটনা নাশকতা নয়, দুর্ঘটনা। তবে বিস্ফোরণের ঘটনাটি বিভিন্ন কারণে ঘটতে পারে। সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

রোববার (৫ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, বিস্ফোরণের ঘটনায় আমরা একটা তদন্ত কমিটি করব। তদন্ত কমিটি ফায়ার সার্ভিসের ও ঘটনাস্থলে কাজ করা এক্সপার্টদের ওপিনিয়ন (মতামত) নেবেন। পরে তারা একটি তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে মনে হচ্ছে এটি নাশকতা নয়, দুর্ঘটনা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। বিশেষজ্ঞরা কাজ করছেন।

ঘটনাস্থলে স্প্রিন্টার, বিস্ফোরক বা নাশকতার কোনো আলামত মিলেছে কি না জানতে চাইলে কমিশনার বলেন, এখনো বিস্ফোরক, নাশকতামূলক বা স্প্রিন্টার জাতীয় কোনো আলামত পাওয়া যায়নি।

সায়েন্সল্যাব এলাকায় বাণিজ্যিক ভবনের বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের আহত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালে আটজনকে ভর্তি করা হয়। আর দগ্ধ হওয়া ছয়জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

নাশকতা নয়, দুর্ঘটনা : ডিএমপি কমিশনার

সায়েন্সল্যাবে বিস্ফোরণ : ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়, তীব্র যানজট

রাজধানীর সায়েন্সল্যাব এলাকার বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনার পর থেকে ওই এলাকার সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভবনটির সামনে ধসে পড়া ইট ছাড়াও দেয়ালের কাঁচ ভেঙে সড়ক ও ফুটপাতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

এদিকে মিরপুর রোডের দুই পাশে উৎসুক জনতা ভিড় করেছেন। অনেকেই তাদের পরিচিত কেউ আটকে আছে কি না, খুঁজতে এসেছে।

রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সায়েন্সল্যাবের ওই ভবনে হঠাৎ বিকট শব্দে এই বিস্ফোরণ ঘটে। এতে ভবনটিতে লাগানো মোটা গ্লাস ছাড়াও ইটের দেয়াল ভেঙে ধসে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ভবনের দেয়াল ভেঙে বেশ কয়েকজন আহত হয়েছেন। যার মধ্যে এখন পর্যন্ত ১২ জনকে হাসপাতালে পাঠানোর খবর মিলেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, বর্তমানে তারা ভবনের ভেতরে খুঁজে দেখছেন কোনো মানুষ আছে কি না।

এদিকে, ধসেপড়া দেয়ালের আশপাশের অরক্ষিত দেয়ালও ভেঙার আশঙ্কা থাকায় ওই ভবনের সামনে দিয়ে লোকজনের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সেইসঙ্গে সড়ক দিয়ে যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সপ্তাহের প্রথম কর্মদিবসে রাস্তায় গাড়ির প্রচুর চাপ থাকায় পুলিশের পক্ষ থেকে অল্প করে হলেও যাতে গাড়ি চলাচল করতে পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের রমনা জোনের ডিসি মো. শহীদুল্লাহ।

অন্যদিকে গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ থাকায় আশপাশের এলাকায়ও তীব্র যানজট দেখা দিয়েছে। দীর্ঘসময় ধরে যাত্রীদের যানবাহনে বসে থাকতে হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) রমনা বিভাগের ডিসি মো. শহীদুল্লাহ বলেন, আমরা আশপাশের মার্কেটও বন্ধ রেখেছি। আর সড়ক বন্ধ হয়ে যাওয়ায় অনেকের সমস্যা হচ্ছে। তাই কোনোভাবে চালু রাখা যায় কিনা সে বিষয়টির চেষ্টা করছি। কারণ, আজ রোববার তাই রাস্তায় খুব চাপ।

উৎসুক জনতার ভিড়, তীব্র যানজট

সায়েন্সল্যাবে বিস্ফোরণ : ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়, তীব্র যানজট

রাজধানীর সায়েন্সল্যাব এলাকার বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনার পর থেকে ওই এলাকার সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভবনটির সামনে ধসে পড়া ইট ছাড়াও দেয়ালের কাঁচ ভেঙে সড়ক ও ফুটপাতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

এদিকে মিরপুর রোডের দুই পাশে উৎসুক জনতা ভিড় করেছেন। অনেকেই তাদের পরিচিত কেউ আটকে আছে কি না, খুঁজতে এসেছে।

রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সায়েন্সল্যাবের ওই ভবনে হঠাৎ বিকট শব্দে এই বিস্ফোরণ ঘটে। এতে ভবনটিতে লাগানো মোটা গ্লাস ছাড়াও ইটের দেয়াল ভেঙে ধসে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ভবনের দেয়াল ভেঙে বেশ কয়েকজন আহত হয়েছেন। যার মধ্যে এখন পর্যন্ত ১২ জনকে হাসপাতালে পাঠানোর খবর মিলেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, বর্তমানে তারা ভবনের ভেতরে খুঁজে দেখছেন কোনো মানুষ আছে কি না।

এদিকে, ধসেপড়া দেয়ালের আশপাশের অরক্ষিত দেয়ালও ভেঙার আশঙ্কা থাকায় ওই ভবনের সামনে দিয়ে লোকজনের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সেইসঙ্গে সড়ক দিয়ে যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সপ্তাহের প্রথম কর্মদিবসে রাস্তায় গাড়ির প্রচুর চাপ থাকায় পুলিশের পক্ষ থেকে অল্প করে হলেও যাতে গাড়ি চলাচল করতে পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের রমনা জোনের ডিসি মো. শহীদুল্লাহ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) রমনা বিভাগের ডিসি মো. শহীদুল্লাহ বলেন, আমরা আশপাশের মার্কেটও বন্ধ রেখেছি। আর সড়ক বন্ধ হয়ে যাওয়ায় অনেকের সমস্যা হচ্ছে। তাই কোনোভাবে চালু রাখা যায় কিনা সে বিষয়টির চেষ্টা করছি। কারণ, আজ রোববার তাই রাস্তায় খুব চাপ।

 

এই বিভাগের আরো খবর

Leave a Comment