মেট্রোরেল, বিআরটি ও ঢাকা নগর পরিবহনসহ গণপরিবহন সার্ভিসের ভাড়া সংগ্রহ ও টিকেট ব্যবস্থা আরও আধুনিক করার জন্য হার্ডওয়্যার ও সফটওয়্যারের (ক্লিয়ারিং হাউজ সিস্টেম) প্রযুক্তি ব্যবহার করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। ক্লিয়ারিং হাউস সিস্টেম পরিচালনার জন্য সোমবার বেসরকারি আইটি কোম্পানী সিনেসিস আইটি লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ডিটিসিএ। চুক্তিতে ডিটিসিএ’র নির্বাহী পরিচালক সাবিহা পারভীন ও সিনেসিস আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী স্বাক্ষর করেন। এ সময় সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী ও অতিরিক্ত সচিব নীলিমা আখতারসহ ডিটিসিএ’র অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব বলেন, ‘ক্লিয়ারিং হাউস সিস্টেমের মাধ্যমে গণপরিবহনের ভাড়া আদায় ও টিকেটিং পদ্ধতি আরও সহজ হবে। এই পদ্ধতি চালু হলে স্মার্ট বাংলাদেশ তৈরীতে আমরা আরও একধাপ এগিয়ে যাবো। কিন্তু ডাটা সংরক্ষণ ও সফটওয়্যার ব্যবহার ক্ষেত্রে আমাদের আরও সতর্ক থাকতে হবে।’ এক্ষেত্রে আরও উন্নত প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে ডিটিসিএ’র নির্বাহী পরিচালক সাবিহা পারভীন বলেন, ‘ক্লিয়ারিং হাউজের পদ্ধতিতে ইতিমধ্যে আমরা পাবলিক ট্রান্সপোর্ট অপারেটর (পিটিও) যুক্ত করা হয়েছে। উত্তরা-আগাঁরগাও রুটে চালু হওয়া মেট্রোরেলের ভাড়া আদায় টিকেটিং সিস্টেম এই পদ্ধতির মাধ্যমে করা হচ্ছে। পর্যায়ক্রমে ঢাকা নগর পরিবহনসহ অন্যান্য গণপরিবহনে এই পদ্ধতি চালু করা হবে।’ আগামী জুলাই থেকে আমরা ঢাকা নগর পরিবহনে এই পদ্ধতি ভাড়া আদায় ও সেটেলমেন্টের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।