জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, শবেবরাত হচ্ছে পৃথিবীর মানুষের জন্য অসীম মহিমাময় সৌভাগ্"/>
Home রাজনীতি আল্লাহর কৃপা লাভের অনুপম সুযোগ শবেবরাত: জিএম কাদের

আল্লাহর কৃপা লাভের অনুপম সুযোগ শবেবরাত: জিএম কাদের

নিউজ ডেস্ক

by Nahid Himel
জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, শবেবরাত হচ্ছে পৃথিবীর মানুষের জন্য অসীম মহিমাময় সৌভাগ্যের রাত। হাজার রাতের চেয়ে উত্তম এ রাতে রয়েছে মহান করুণাময় আল্লাহ তায়ালার অনুগ্রহ ও কৃপা লাভের অনুপম সুযোগ।

জিএম কাদের দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, পরম সৌভাগ্যের রজনী শবেবরাত আমাদের সামনে। এ মহিমান্বিত রাত উপলক্ষে আমি মোবারক বাদ জানাচ্ছি বিশ্ব মুসলিম উম্মার প্রতি। মর্যাদাবান এ রাতের ফজিলতে আমি মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি, সাফল্য ও কল্যাণ কামনা করছি।

তিনি বলেন, মহিমান্বিত এ রাতের ফজিলতে মহান আল্লাহ্ যেন সবার সুস্থ্যতা ও দীর্ঘায়ু নিশ্চিত করেন। বাংলাদেশের প্রতিটি মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করেন। মহান আল্লাহ যেন পবিত্র শবেবরাতের মহিমান্বিত রাতের পূর্ণ ফজিলত আমাদের ওপর বর্ষণ করেন। তিনি যেন পূণ্যময় রাতে কবুল করেন আমাদের অকৃত্রিম ফরিয়াদ। আমিন।

এই বিভাগের আরো খবর

Leave a Comment