জীবনের শত বাধা ডিঙিয়ে জীবনযুদ্ধে জয়ী ইসমেআরা রাওমান। তিনি সিংড়া পৌর শহরের বালুয়া বাসুয়া মহল্লার বাসিন্দা। এসএসসিতে লেটার মার্কসহ বিজ্ঞান বিভাগ থেকে প্রথম স্থা"/>
Home ৬৪ জেলা বাধা পেরিয়ে জীবনযুদ্ধে জয়ী ইসমেআরা

বাধা পেরিয়ে জীবনযুদ্ধে জয়ী ইসমেআরা

সিংড়া (নাটোর) থেকে সংবাদদাতা

by Nahid Himel
জীবনের শত বাধা ডিঙিয়ে জীবনযুদ্ধে জয়ী ইসমেআরা রাওমান। তিনি সিংড়া পৌর শহরের বালুয়া বাসুয়া মহল্লার বাসিন্দা। এসএসসিতে লেটার মার্কসহ বিজ্ঞান বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করে অর্থের অভাবে লেখাপড়ার খরচ জোগাতে না পেরে নিজের অমতেই অল্প বয়সেই বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল তাকে। হাল ছাড়েননি। অন্যের ছেলেমেয়েকে প্রাইভেট পড়িয়ে ইংরেজিতে মাস্টার্স ডিগ্রি এবং পরবর্তী সময়ে এমএড ও বিএড ডিগ্রি অর্জন করেছেন। লেখাপড়ার পাশাপাশি তার মতো হতদরিদ্র নারীদের নিয়ে সিংড়া পৌর শহরের চকগোপাল মহল্লায় একটি বাড়িতে গড়ে তুলেছেন হস্তশিল্প কারখানা। বর্তমান সেখানে প্রায় অর্ধশত নারীর কর্মসংস্থানও হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment