স্বামীসহ ওমরাহ পালনে সৌদি আরব গেছেন মাহিয়া মাহি। এর আগেও স্বামীকে নিয়ে মাহি ওমরাহ পালনে গিয়ে ছিলেন।
Home রঙ্গমঞ্চ স্বামীকে নিয়ে ওমরায় মাহি

স্বামীকে নিয়ে ওমরায় মাহি

নিউজ ডেস্ক

by Nahid Himel
স্বামীসহ ওমরাহ পালনে সৌদি আরব গেছেন মাহিয়া মাহি। এর আগেও স্বামীকে নিয়ে মাহি ওমরাহ পালনে গিয়ে ছিলেন।
ফেসবুকে স্বামীর সঙ্গে মাহি একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তার স্বামীকে সাদা পোশাকে এবং তাকে কালো বোরখায় দেখা যায়।
এ প্রসঙ্গে মাহি বলেন, কয়েক মাস পর আমার সন্তান পৃথিবীতে আসবে। আমার ইচ্ছা ছিল সন্তান জন্মের আগে মহান আল্লাহ তাআলার পবিত্র ঘর মক্কা শরিফটা একবার দেখব। এ কারণে স্বামীকে নিয়ে ওমরাহ করতে এসেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।
২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিয়ের কিছুদিন পরই ওমরাহ করেন মাহি।

এই বিভাগের আরো খবর

Leave a Comment