বিদ্যা বালান

সম্প্রতি খ্যাতিমান ফটোগ্রাফার ডাব্বু রত্নানি বিদ্যা বালানের একটি ছবি শেয়ার করেছেন যা রীতিমতো ঝড় তুলেছে ভক্তদের মাঝে।

ডাব্বু রত্নানি তার ইনস্টাগ্রামে অভিনেত্রী বিদ্যা বালানের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে ‘শেরনি’ খ্যাত অভিনেত্রীকে অর্ধ নগ্ন অবস্থায় শুধুমাত্র একটি পত্রিকা হাতে দেখা গেছে। তার আরেক হাতে ছিল কফির পেয়ালা। চোখে ছিল সানগ্লাস পায়ে এবং পায়ে হাই হিল। এমন আবেদনময়ী লুকে বিদ্যাকে দেখে চমকে গেছেন তার ভক্তরাও!

বিদ্যা বালান

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে যায়। একজন মন্তব্য করেছেন, “দুর্দান্ত! কাঁপিয়ে দিলেন!” অপর এক ভক্ত লিখেছেন, ‘অনেকদিন বিদ্যার উষ্ণতা দেখা গেল’। আরেক ভক্ত বিদ্যার হিট চলচ্চিত্র ‘ডার্টি পিকচার’-এর প্রসঙ্গে টেনে লিখেছেন, ‘দ্য ডার্টি পিকচারের কথা মনে করিয়ে দিলেন।’ তবে কিছু নেটিজেন অবশ্য বিদ্যার নিন্দায় ব্যস্ত হয়ে পড়েছেন। বিদ্রুপমূলক মন্তব্যও করছেন ছবিতে।