আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দেশে আগামীকাল বৃহস্পতিবার থেকে ভর্তুকি মূল্যে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল, ছোলা ও খেজুর বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

Home জাতীয় রোজা উপলক্ষে বৃহস্পতিবার থেকে পণ্য বিক্রি করবে টিসিবি

রোজা উপলক্ষে বৃহস্পতিবার থেকে পণ্য বিক্রি করবে টিসিবি

নিউজ ডেস্ক

by Nahid Himel

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দেশে আগামীকাল বৃহস্পতিবার থেকে ভর্তুকি মূল্যে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল, ছোলা ও খেজুর বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

গতকাল বুধবার (৮ মার্চ) টিসিবির পক্ষ থেকে সংস্থাটির যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
রাজধানীর তেজগাঁও তিব্বত মোড় সংলগ্ন টিসিবির আঞ্চলিক কার্যালয়ের সামনে এ বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

টিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন কার্ডধারী ৬০ টাকা দরে এক কেজি চিনি, প্রতি কেজি ৭০ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা লিটার দরে সর্বোচ্চ দুই লিটার বোতলজাত সয়াবিন তেল, ৫০ টাকা দরে এক কেজি ছোলা ও ১০০ টাকা দরে এক কেজি খেজুর কিনতে পারবেন। তবে খেজুর শুধুমাত্র ঢাকা সিটি করপোরেশনে বিক্রি হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment