আগামী ১৮ মার্চ ভারত থেকে পাইপ লাইনে ডিজেল আসবে এবং এটি দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

Home জাতীয় ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানি শুরু ১৮ মার্চ

ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানি শুরু ১৮ মার্চ

নিউজ ডেস্ক

by Nahid Himel

আগামী ১৮ মার্চ ভারত থেকে পাইপ লাইনে ডিজেল আসবে এবং এটি দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

গতকাল  বৃহস্পতিবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৮ মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পটির চূড়ান্ত বাস্তবায়ন উদ্বোধন করবেন।

এ সময় ভারত সফর ফলপ্রসূ হওয়ার বিষয়টিও জানিয়েছেন তিনি।

এদিকে তিনি জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেনের সঙ্গে আলাপকালে দুই দেশের মধ্যে সমস্যাগুলো চিহ্নিত হয়েছে এবং বাংলাদেশের উন্নয়নের যাত্রায় পাশে থাকার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এলডিসি সম্মেলনের বিষয়ে তিনি বলেন, এলডিসি সম্মেলনে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের ধারণা সব দেশের কাছে প্রশংসা কুড়িয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment