শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট বালকের (অনুর্ধ-১৫) নবম আসরের শিরোপা জিতলো ময়মনসিংহ বিভাগ। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকার মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে আজ শিরোপা লড়াইয়ে মাঠে নামে রংপুর এবং ময়মনসিংহ বিভাগ। নিরব এবং মাসুম বিল্লাহর গোলে ২-০ গোলে টুর্নামেন্টের প্রথম শিরোপা নিশ্চিত হয় ময়মনসিংহ বিভাগের।
ম্যাচসেরা এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন চ্যাম্পিয়ন দলের মাসুম বিল্লাহ। সেরা গোলরক্ষক হন একই দলের মাকসুদুল আলম। সর্বোচ্চ গোলদাতা হন রংপুর বিভাগের মিহেল হোসেন দিপুন।