শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন"/>
Home মাঠে ময়দানে শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবলে চ্যাম্পিয়ন ময়মনসিংহ

শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবলে চ্যাম্পিয়ন ময়মনসিংহ

নিউজ ডেস্ক

by Nahid Himel

শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট বালকের (অনুর্ধ-১৫) নবম আসরের শিরোপা জিতলো ময়মনসিংহ বিভাগ। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকার মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে আজ শিরোপা লড়াইয়ে মাঠে নামে রংপুর এবং ময়মনসিংহ বিভাগ। নিরব এবং মাসুম বিল্লাহর গোলে ২-০ গোলে টুর্নামেন্টের প্রথম শিরোপা নিশ্চিত হয় ময়মনসিংহ বিভাগের।

ম্যাচসেরা এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন চ্যাম্পিয়ন দলের মাসুম বিল্লাহ। সেরা গোলরক্ষক হন একই দলের মাকসুদুল আলম। সর্বোচ্চ গোলদাতা হন রংপুর বিভাগের মিহেল হোসেন দিপুন।

ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মুহম্মদ নূরে আলম সিদ্দিকী।

এই বিভাগের আরো খবর

Leave a Comment