রাস্তায় গড়ে সর্বোচ্চ গতির ক্ষেত্রে বাইক অন্যান্য সব বাহন থেকে এগিয়ে। এমনকি বিশ্বের দ্রুততম"/>
Home তথ্যপ্রযুক্তি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ১০ সুপারবাইক

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ১০ সুপারবাইক

নিউজ ডেস্ক

by Nahid Himel

তবে বাংলাদেশে ১৬৫ সিসির বেশি বাইক ব্যবহারের অনুমতি নেই। কিন্তু উন্নত বিশ্বে এমন সব সুপারবাইক রাস্তা দিয়ে ছুটে চলছে যার সম্পর্কে আমরা খুব কমই জানি। চলুন দেখে নেওয়া যাক বিশ্বের ১০টি দ্রুততম মোটরসাইকেল সম্পর্কে—

ডজ টমাহক

বিশ্বের দ্রুততম বাইকের তালিকায় সবার প্রথমে আছে কিংবদন্তি ডজ টমাহক। যার সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৫০ মাইল বা ৫৬৩ কিলোমিটার। পৃথিবীর সর্বোচ্চ গতির গাড়িগুলোও এই ধরনের গতির সঙ্গে পাল্লা দিতে পারে না।

এই সুপারবাইকটির মধ্যে রয়েছে একটি ১০ ভালভের ৪ স্ট্রোকের ৮ হাজার ২৭৭সিসি ইঞ্জিন। রয়েছে ৪টি চাকা। যেগুলোর আবার প্রত্যেকটির নিজস্ব সাসপেনশন রয়েছে। ডজ ভাইপার গাড়ির একই ইঞ্জিন এই বাইকে ব্যবহৃত হয়েছে। যেটি হচ্ছে, ৮.৩-লিটার ভি১০ ডজ ভাইপার এসআরটি১০ ইঞ্জিন। ২০০৩ সালে এই মোটরসাইকেলটির দাম ছিল ৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৫ কোটি ৯০ লাখ টাকার মতো।

এই বিভাগের আরো খবর

Leave a Comment