৯৫তম অস্কারে সেরা ছবির পুরস্কার পেয়েছে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। সব মিলিয়ে সাত ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে সিনেমাটি।
আজ বাংলাদেশ সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসে অস্কারের ৯৫তম আয়োজন। এ উপলক্ষে সেখানে জড়ো হন হলিউডসহ বিনোদন জগতের নামিদামি সব তারকা। খবর দ্য গার্ডিয়ানের।
‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ যে সাত বিভাগে পুরস্কার জিতেছে—সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেতা, অরিজিনাল স্ক্রিন প্লে ও সেরা এডিটিং।
বিভিন্ন বিভাগে যারা পুরস্কার পেলেন—
সেরা অ্যানিমেশন : মেক্সিকান পরিচালক গুইলারমো দেল তোরোর অ্যানিমেশন ছবি পিনোচ্চিও সেরা অ্যানিমেট করুন
স্বল্পদৈর্ঘ্যের সেরা লাইভ অ্যাকশন—
টম ব্রাকলে এবং রস হোয়াইটের স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘অ্যান আইরিশ গুডবাই’ সিনেমাটি এই বিভাগে পুরস্কার জিতেছে।
সেরা ডকুমেন্টারি ছবি—
রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে নিয়ে তৈরি করা ‘নাভালনি’ সেরা ডকুমেন্টারির ছবির পুরস্কার জিতেছে। নাভালনি জেলে বন্দি থাকায় অস্কার অনুষ্ঠানে তার স্ত্রী ইউলিয়া নাভালনা উপস্থিত ছিলেন।
সেরা সিনেমাটোগ্রাফি—
সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতেছে ‘অল কুয়াইট অন দ্য ওয়েস্টান ফ্রন্ট।’
সেরা মেকআপ আর্টিস্ট—
‘দ্য হোয়াল’ ছবিতে দুর্দান্ত কাজ করে সেরা মেকআপ আর্টিস্টের পুরস্কার জিতেছেন আদ্রিয়েন মোরোট, জুডি চিন ও অ্যান্নিমারি ব্র্যাডলি।