আন্তর্জাতিক ডেস্ক  ৷৷  অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঞ্চলের মেনিন্ডি শহরের নদীতে হঠাৎ করে লাখ লাখ মাছ মারা গেছে। স্থানীয় সময় শুক্রবার সকালে নদীতে মরা মাছ ভাসতে থাকে। চলমান দাবদাহের কারণে ডার্লিং-বাকা নদীতে এ অব"/>
Home Lead 1 অস্ট্রেলিয়ার নদীতে হঠাৎ লাখ লাখ মাছের মৃত্যু

অস্ট্রেলিয়ার নদীতে হঠাৎ লাখ লাখ মাছের মৃত্যু

by Nahid Himel

আন্তর্জাতিক ডেস্ক  ৷৷  অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঞ্চলের মেনিন্ডি শহরের নদীতে হঠাৎ করে লাখ লাখ মাছ মারা গেছে। স্থানীয় সময় শুক্রবার সকালে নদীতে মরা মাছ ভাসতে থাকে। চলমান দাবদাহের কারণে ডার্লিং-বাকা নদীতে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে নদী কর্তৃপক্ষের ধারণা।

স্থানীয়রা বলছেন, একভাবে এত মাছ মারা যাওয়ার ঘটনা এ শহরে আগে কখনো ঘটেনি। প্রসঙ্গত, তিন বছর আগে একবার এই শহরে প্রচুর মাছ মারা গিয়েছিল।

জলবায়ু পরিবর্তন তাপ তরঙ্গকে আরও ঘন ঘন, আরও তীব্র এবং দীর্ঘস্থায়ী করেছে। শিল্প যুগের শুরু থেকে পৃথিবী ইতিমধ্যে প্রায় ১.১ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হয়েছে। সরকার তাপমাত্রা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাপমাত্রা বাড়তেই থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার মেনিন্দিতে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment