নিউজ ডেস্ক ৷৷ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের চেতনার আলোক শিখা, প্রেরণার বাতিঘর। উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে তার আদর্শকে আমাদের অনুসরণ ও অনুকরণ করতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
গতকাশুক্রবার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (বিএনএফই) মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির আশীর্বাদ। তিনিই প্রথম নিপীড়িত, শোষিত এ জাতিকে নির্দিষ্ট ভূখণ্ড, জাতীয় সংগীত, জাতীয় পতাকা দিয়েছিলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, বিএনএফই-এর মহাপরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।