Home জাতীয় এনআইডি সেবায় নতুন গতি প্রবাসে

এনআইডি সেবায় নতুন গতি প্রবাসে

by Nahid Himel

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং তাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার কার্যক্রমে গতি বেড়েছে। এবার যুক্তরাজ্য, সৌদি আরব ও ইতালিতে অবস্থানতর বাংলাদেশি প্রবাসীদের সেখানেই নিবন্ধন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী নির্বাচনের তফশিল ঘোষণার আগেই সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সেবা চালু করতে চায় ইসি। ওই কার্যক্রম শুরুর প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের ১৫ জন করে মোট ৪৫ জন কর্মকর্তা শিগগিরই তিন দেশে যাচ্ছেন। ইতোমধ্যে তাদের বিদেশ যাওয়ার জিও (সরকারি আদেশ) জারি করেছে ইসি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দূতাবাসের মাধ্যমে এনআইডি সেবা চালু করতে বর্তমান সরকারের প্রতিশ্রুতি রয়েছে। এছাড়া সাবেক ও বর্তমান নির্বাচন কমিশনারদের বিদেশ সফরের সময়ে প্রবাসীরা এ সেবা চালুর দাবি জানান। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় এই তিন দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর সম্মতি দেওয়ায় জোরশোরে কাজ শুরু করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment