বেশ কয়েক বছর ধরেই বায়ুদূষণের কবলে বিশ্বের ছোট-বড় অনেক শহর। মাঝে মাঝে কিছু কিছু শহরের বাতাসের মানের কিছুটা উন্নতি হলেও আবার অবনতি ঘটছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্বের দূ"/>

Home বিশ্বমঞ্চ বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি, ঢাকার বায়ুমানের কী খবর?

বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি, ঢাকার বায়ুমানের কী খবর?

by Nahid Himel

বেশ কয়েক বছর ধরেই বায়ুদূষণের কবলে বিশ্বের ছোট-বড় অনেক শহর। মাঝে মাঝে কিছু কিছু শহরের বাতাসের মানের কিছুটা উন্নতি হলেও আবার অবনতি ঘটছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। মেগাসিটি ঢাকার বাতাসের মানেও নেই খুব একটা স্বস্তির খবর।

এদিন সকাল ১০টার দিকে দূষিত শহরের তালিকায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) শীর্ষে থাকা দিল্লির স্কোর ১৭৬। তালিকায় ৩৩ নম্বরে থাকা রাজধানী ঢাকার স্কোর ৭১, যা মাঝারি হিসেবে গণ্য করা হয়।এ সময় বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করে। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এদিকে ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।এয়ার কোয়ালিটি ইনডেক্সে শহরটির স্কোর ১৬৩। এ ছাড়া ১৬১ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি শহর। সমান স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে কাতারের দোহা শহর। আর পঞ্চম স্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের স্কোর ১৬০।

 

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

এই বিভাগের আরো খবর

Leave a Comment