চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ৭৭ পাউন্ডের কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে।
শনিবার বিকালে পৌর এলাকার কাড়িপট্টি চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল আওয়াল গণি জোহা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে ৭৭ পাউন্ডের কেক কেটে জন্মদিন পালন করেছি। এতে দলের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়েছে। তা ছাড়া প্রধানমন্ত্রী আমাদের দেশের মানুষের উন্নত ভবিষ্যতের জন্য দিনরাত পরিশ্রম করছেন, এ জন্য তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে ১৩০০ এতিম শিশুর মাঝে খাবার বিতরণ এবং শুক্রবার উপজেলার মসজিদে বিশেষ প্রার্থনার আয়োজন করেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান।