আগামী ১৬ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেটে অনুষ্ঠিতব্য শিক্ষক প্রতিনিধির নির্বাচনকে সামনে রেখে আলাদা প্যানেল ঘোষণা করেছে আওয়ামীপন্থি শিক্ষকদের একাংশের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ এবং আওয়ামীপন্থিদের অপরাংশ ও বিএনপিপন্থিদের সম্মিলিত শিক্ষক জোট ‘শিক্ষক ঐক্য পরিষদ’।
সোমবার রাতে ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ ৩৩ জন শিক্ষককে মনোনীত করে প্যানেল ঘোষণা করে। এ প্যানেল থেকে মনোনীত প্রার্থীরা হলেন- অধ্যাপক আহমেদ রেজা, অধ্যাপক ইসমত আরা, অধ্যাপক এ এ মামুন, অধ্যাপক এ কে এম ইউসুফ হাসান, অধ্যাপক এম শামীম কায়সার, অধ্যাপক কে এম মহিউদ্দিন, অধ্যাপক কৌশিক সাহা, অধ্যাপক তপন কুমার সাহা, অধ্যাপক নাজমুল হাসান তালুকদার, অধ্যাপক ফারহা মতিন জুলিয়ানা, সহযোগী অধ্যাপক মাহফুজা খাতুন, অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান, অধ্যাপক মোহাম্মদ জাহিদুর রহমান, অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক, অধ্যাপক মোহাম্মদ বখতিয়ার রানা, অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান, অধ্যাপক মোহাম্মদ শফিক-উর-রহমান, অধ্যাপক মোহাম্মদ শাহেদুর রহমান, অধ্যাপক মোহা. মুজিবুর রহমান, সহযোগী অধ্যাপক আউয়াল আল কবীর, অধ্যাপক আকবার হোসেন, অধ্যাপক আনোয়ার খসরু পারভেজ, অধ্যাপক এমদাদুল হক, অধ্যাপক খালিদ কুদ্দুস, অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, অধ্যাপক শাহেদুর রশিদ, অধ্যাপক যুগল কৃষ্ণ দাস, অধ্যাপক রাশেদা ইয়াসমিন শিল্পী, অধ্যাপক শফি মুহাম্মদ তারেক, অধ্যাপক সিকদার জুলকারনাইন, অধ্যাপক সুকল্যাণ কুমার কুণ্ডু, অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান ও সহযোগী অধ্যাপক হোসনে আরা।
এদিকে ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ মনোনীত প্যানেলে আওয়ামীপন্থি অনেক জ্যেষ্ঠ শিক্ষকদের মূল্যায়ন করা হয়নি দাবি করে মঙ্গলবার দুপুরে ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ থেকে আওয়ামীপন্থি শিক্ষকদের একটি অংশ বের হয়ে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ’ নামে নতুন একটি দল গঠন করেন।
একইসঙ্গে তারা নয় সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন। এতে ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) এর অধ্যাপক মোতাহার হোসেনকে আহবায়ক ও ইতিহাস বিভাগের অধ্যাপক খো. লুৎফুল এলাহীকে সদস্য সচিব করা হয়।
পরে একইদিন রাতে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ’ ও ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ’ মিলে ‘শিক্ষক ঐক্য পরিষদ’ গঠন করে সিনেট নির্বাচনে ৩৩ জন শিক্ষকের প্যানেল ঘোষণা করে।
এই প্যানেল থেকে মনোনীত প্রার্থীরা হলেন- অধ্যাপক আইরিন আক্তার, অধ্যাপক আবেদা সুলতানা, অধ্যাপক আবু সাঈদ মোস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম, অধ্যাপক আমিনুর রহমান খান, অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, অধ্যাপক খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম, অধ্যাপক খো. লুৎফুল এলাহী, অধ্যাপক চৌধুরী গোলাম কিবরিয়া, অধ্যাপক ছালেহ আহাম্মদ খান, অধ্যাপক নাজমুল আলম, অধ্যাপক বোরহান উদ্দিন, সহযোগী অধ্যাপক মাসুদা পারভীন, অধ্যাপক মাসুম শাহরিয়ার, অধ্যাপক মাহবুব কবির, অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রায়হান শরীফ, অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক আব্দুর রব, অধ্যাপক এনামউল্যা, অধ্যাপক কবির উদ্দিন সিকদার, অধ্যাপক জামাল উদ্দীন, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক নূরুল ইসলাম, অধ্যাপক মোতাহার হোসেন, অধ্যাপক মনোয়ার হোসেন, অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক শাহাদাত হোসেন, অধ্যাপক সোহেল রানা ও অধ্যাপক সোহেল আহমেদ।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট অনুযায়ী সিনেট সদস্য হিসেবে ৩৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন করা হয়ে থাকে।
গত ২৬ সেপ্টেম্বর এবারের শিক্ষক প্রতিনিধি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। গত ২ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল ও ৪ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। বৃহস্পতিবার বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ও আগামী ৮ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় বেধে দেওয়া হয়েছে। এছাড়া ৯ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং আগামী ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।