অবৈধভাবে পাকিস্তানে থাকা প্রায় ১৭ লাখ আফগান নাগরিককে আগামী ১ নভেম্বরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। এই সময়ের মধ্যে দেশ না ছাড়লে বলপূর্বক উচ্ছেদ করা হবে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক নির্দেশনা জারি করেছে।
বুধবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, অবৈধভাবে পাকিস্তানে থাকা আফগান নাগরিকরা বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছেন। যার ফলে দেশে অপরাধ বাড়ছে। সেই কারণে পাকিস্তান সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।