Home Lead 4 ইসরাইল-হামাস সংঘাতের আসল খেলোয়াড় যুক্তরাষ্ট্র: সাবেক রুশ প্রেসিডেন্ট

ইসরাইল-হামাস সংঘাতের আসল খেলোয়াড় যুক্তরাষ্ট্র: সাবেক রুশ প্রেসিডেন্ট

by Nahid Himel

গত কয়েক দশকে ইসরাইলে হামাসের এমন হামলা দেখেনি বিশ্ব। ফিলিস্তিনিদের ওপর দীর্ঘদিনের দমন-পীড়ন ও দখলদারিত্বের জেরে শনিবার হাজারো রকেট হামলা চালিয়েছে হামাস।

হামাস ও ইসরাইলি সামরিক বাহিনীর লড়াই নিয়ে মুখ খুলেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তিনি এ পরিস্থিতির জন্য মূলত যুক্তরাষ্ট্রের নীতিকেই একতরফা দায়ী করেছেন। বলেছেন, ‘ইসরাইল ও ফিলিস্তিনের সংঘাত গত কয়েক যুগ ধরে চলমান। এর আসল খেলোয়াড় যুক্তরাষ্ট্র। ’

পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মেদভেদেভ রাশিয়ার বর্তমান নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান। তিনি ২০০৮-২০১২ সালের রাশিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সমালোচনা করে নতুন করে আলোচনায় আসেন সাবেক এই রাষ্ট্রপ্রধান।

তিনি বলেন, ফিলিস্তিন-ইসরাইলের পরিস্থিতি কার্যকরভাবে সমাধান না করার পরিবর্তে নির্বোধের মতো তারা আমাদের দেশে ঢুকে পড়ছে। সেই সঙ্গে নব্য-নাৎসিদের সর্বশক্তি দিয়ে সহায়তা করে যাচ্ছে দেশটি। দুজন ঘনিষ্ঠ মানুষকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে তারা।

এদিকে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার ঘটনায় ইসরাইলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তিনি বলেন, ইসরাইলের প্রশাসনকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত ওয়াশিংটন।

আকাশ, স্থল ও জলপথ থেকে শনিবার ইসরাইলে অন্তত ৫ হাজার রকেট হামলা চালিয়েছে হামাস। ছেড়ে কথা বলছে না ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)। পালটা গাজায় অবস্থানরত হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে তারা। দুপক্ষের পালটাপালটি হামলায় ইসরাইল-ফিলিস্তিনের অন্তত ৩০০ মানুষ প্রাণ হারিয়েছেন।

এই বিভাগের আরো খবর

Leave a Comment