Home মাঠে ময়দানে বাবার স্বপ্ন সত্যি করেছে ছেলে

বাবার স্বপ্ন সত্যি করেছে ছেলে

by Nahid Himel

বাবা মোহাম্মদ গাউস ছিলেন অটোরিকশাচালক। হায়দরাবাদের চারমিনার থেকে বানজারা হিলস ছুটে চলত তার অটো। অনেক কষ্টের রোজগার থেকে ছেলের জন্য বাঁচিয়ে রাখতেন ৭০ রুপি। অনুশীলনে যেতে-আসতে ওই টাকা খরচ করতেন মোহাম্মদ সিরাজ। বাবার স্বপ্ন ছিল ছেলে একদিন বড় ক্রিকেটার হবে। মাঠ মাতাবে ভারতের জার্সি গায়ে। অটোচালক বাবার সেই স্বপ্ন পূরণ হয়েছে অনেক আগেই। নিজ দেশে অনুষ্ঠিত বিশ্বকাপে রোহিত শর্মার দলের অন্যতম সদস্য এখন মোহাম্মদ সিরাজ।

এই বিভাগের আরো খবর

Leave a Comment