সবচেয়ে সুরক্ষিত পেনড্রাইভ বাজারে এল। এই পেনড্রাইভ খুলবে আঙুলের স্পর্শে। অর্থাত্ এর নিরাপত্তায় ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। এই পেনড্রাইভ এনেছে লেক্সার। নতুন পেনড্রাইভের মডেল লেক্সার জাম্প ড্রাইভ এফ ৩৫। এই পেনড্রাইভে রয়েছে ইউএসবি ৩.০ সাপোর্ট। যার সাহায্যে আপনি ৩০০ এমবিপিএস স্পিডে ডেটা ট্"/>
Home তথ্যপ্রযুক্তি সুরক্ষিত পেনড্রাইভ এল, খুলবে আঙুলের স্পর্শে

সুরক্ষিত পেনড্রাইভ এল, খুলবে আঙুলের স্পর্শে

by Nahid Himel

সবচেয়ে সুরক্ষিত পেনড্রাইভ বাজারে এল। এই পেনড্রাইভ খুলবে আঙুলের স্পর্শে। অর্থাত্ এর নিরাপত্তায় ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। এই পেনড্রাইভ এনেছে লেক্সার। নতুন পেনড্রাইভের মডেল লেক্সার জাম্প ড্রাইভ এফ ৩৫। এই পেনড্রাইভে রয়েছে ইউএসবি ৩.০ সাপোর্ট। যার সাহায্যে আপনি ৩০০ এমবিপিএস স্পিডে ডেটা ট্রান্সফার করতে পারবেন। এতে অন্তত ১০টি ফিঙ্গারপ্রিন্ট আইডি সাপোর্ট করবে। তিন বছরের লিমিটেড ওয়ারেন্টি দেওয়া হচ্ছে এই ইউএসবি ড্রাইভের সঙ্গে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment