ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬০৯ রোগী। যাদের বেশিরভাগই ঢাকার বাইরের। এ নিয়ে ঢাকার বাইরের জেলাগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। এ রোগে আক্রান্তদের মধ্যে যাদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে শুধু তাদের তথ্যই দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।
সবশেষ হিসাবে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৬৯৮। তাদের মধ্যে ঢাকার বাইরের জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৫৯৩। ঢাকা নগরীর হাসপাতালগুলোতে এ সংখ্যা ৯৩ হাজার ১০৫।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে ভর্তি রোগীর মধ্যে ২ হাজার ৪৮ জনই ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ২২৪। এরমধ্যে ঢাকায় ২৪১০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫৮১৪ জন। অপরদিকে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৯ জনের।
এ নিয়ে এ বছর ১ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৭৩৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৪৫১ জন। চলতি মাসের ১৬ দিনে মৃত্যু হয়েছে ২০১ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ঢাকা নগরীর বাইরে ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন ৪১ হাজার ৭২২ জন রোগী। এ বিভাগে মৃত্যু হয়েছে ১২১ জনের। ময়মনসিংহ বিভাগে ৬ হাজার ৪৮০ জন রোগী ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে, এ সংখ্যা ৩৫ হাজার ২৫৪। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৯২ জনের।
এছাড়া খুলনা বিভাগে ভর্তি ২০ হাজার ৬৭৪ জন, মৃত্যু ৬১ জনের। রাজশাহী বিভাগে ১১ হাজার ৮৭০ জন ভর্তির মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে। রংপুর বিভাগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ৫৩২। এ বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে এ বছর ২৯ হাজার ৭৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকার বাইরে বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৩০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে কম সিলেট বিভাগে। এ বিভাগে এ বছর ২ হাজার ৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে একজনের।