Home Lead 4 বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

by Nahid Himel

বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জুনায়েত ইসলাম (১৮) নামে একজন নিহত ও দু’জন আহত হয়েছেন।

শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার বেজোড়া দক্ষিণপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত অটো চালক জাকিরুল ইসলাম ও মিল্লাত হাসানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জুনায়েত ইসলাম বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ পূর্বপাড়ার আবদুল জোব্বারের ছেলে। শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার বেজোড়া দক্ষিণপাড়া এলাকায় জুনায়েত ইসলাম, জাকিরুল ইসলাম, মিল্লাত হাসানসহ ৪/৫ জন একটি সিএনজি অটো রিকশায় ছিলেন।

এ সময় দুটি মোটরসাইকেলে ৪/৫ জন দুর্বৃত্ত ওই পথ দিয়ে যাচ্ছিলেন। অটো রিকশা থেকে মোটরসাইকেল আরোহীদের লক্ষ্য করে কটুক্তি করা হয়। তখন মোটরসাইকেল আরোহীরাও পাল্টা কটুক্তি করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে মোটরসাইকেল আরোহীরা ছুরিকাঘাত করলে জুনায়েত ইসলাম, জাকিরুল ইসলাম ও মিল্লাত হাসান আহত হন। দ্রুত এদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথিমধ্যে জুনায়েত ইসলাম মারা যান। আহত জাকিরুল ও মিল্লাতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অটো চালক জাকিরুল উপজেলার নন্দগ্রামের আবদুল গাফফারের ছেলে ও মিল্লাত সুজাবাদ বালাপাড়ার আবদুল হান্নানের ছেলে। বগুড়া ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আনিসুর রহমান জানান, নিহত জুনায়েতের বুকে ছুরিকাঘাত করা হয়েছে। মরদেহ শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment