গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতা, নাশকতা, পুলিশকে মারধর, পুলিশ সদস্য হত্যা ও চলমান অবরোধ কর্মসূচির মধ্যে রাজধানীতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নানা ঘটনায় ৮৯টি মামলা হয়েছে।
২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত আট দিনে দায়ের হওয়া এসব মামলায় বিএনপির ২ হাজার ১৭২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায় ৮৯টি মামলা হয়েছে। এর মধ্যে পল্টন থানায় সবচেয়ে বেশি ১৪টি মামলা হয়েছে। এরপর রয়েছে রমনা মডেল থানা, সেখানে ৬টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৪ তারিখ পর্যন্ত ২ হাজার ১৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাজধানীতে ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির পরিসংখ্যানে দেখা গেছে, ডিএমপির আটটি ক্রাইম বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে মতিঝিল বিভাগে ৩০টি। এরপর মিরপুর বিভাগে ১৬টি, ওয়ারী বিভাগে ১২, গুলশান বিভাগে ১০, রমনা বিভাগের থানাগুলোতে ৮, তেজগাঁও ও লালবাগ বিভাগে ৫টি করে এবং সবচেয়ে কম মামলা হয়েছে উত্তরা বিভাগে, এই বিভাগের উত্তরা পূর্ব থানায় ৩টি মামলা হয়েছে। ৮টি বিভাগের ৩২টি থানায় এই মামলা হয়েছে।
সবচেয়ে বেশি মামলা হয়েছে পল্টন থানায়। এই থানায় এ ঘটনায় ১৪টি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের ২ হাজার ১৭২ জনকে গ্রেফতার করেছে ডিএমপি।