Home Lead 4 ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা

ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা

by Nahid Himel

নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্বনগর এলাকায় ছিনতাইকারী সন্দেহে কৃষ্ণা নামে একজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো একজনের কাছ থেকে কৃষ্ণা ও তার লোকজন ছিনতাই করছিলেন। এ সময় ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ধাওয়া করলে সঙ্গীরা পালিয়ে যায়। তখন কৃষ্ণাকে বাঁশ ও লাঠি দিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, কৃষ্ণা তার ৫-৬ জন সঙ্গী নিয়ে ইজিবাইক দিয়ে দেওভোগসহ আশপাশের এলাকায় ছিনতাই করেন। অনেকেই প্রতিবাদ করে কৃষ্ণার হুমকি-ধমকির শিকার হয়েছেন। এতে অনেক দিন ধরেই এলাকাবাসী কৃষ্ণার ওপর ক্ষুব্ধ ছিলেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির বিরুদ্ধে কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে। কারা হত্যা করেছে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment